• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবি ছাত্রীদের উত্ত্যক্ত, বখাটেকে গণপিটুনি

  ক্যাম্পাস ডেস্ক

১৬ এপ্রিল ২০১৯, ২১:৫৩
ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের উত্ত্যক্ত করায় কয়েকজন বখাটের মধ্যে একজনকে ধরে গণপিটুনি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে এই ঘটনা ঘটে। গণপিটুনি দেওয়ার পর ঐ বখাটেকে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, মঙ্গলবার ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের বাসে বাসায় ফিরছিলেন শিক্ষার্থীরা। এ সময় বাস শাহবাগ মোড়ে এসে সিগন্যালে পড়লে ৭-৮ জন বখাটে ছাত্রীদের দেখে অশালীন অঙ্গভঙ্গি করতে থাকে এবং তাদের উত্ত্যক্ত করা শুরু করে। এ সময় বাসে থাকা ছাত্ররা এর প্রতিবাদ করলে তাদের ওপরও হামলা করে বখাটেরা। এতে তিন জন আহত হন। পরে শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে বখাটেদের ধাওয়া করে একজনকে ধরে ফেলে এবং ঐ বখাটেকে গণপিটুনি দেয়। পরে তাকে প্রক্টর কার্যালয়ের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড