• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প

ক্রিকেটে চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয় প্রমিলা দল

  গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

১৬ এপ্রিল ২০১৯, ১৮:০৩
ক্রিকেটে চ্যাম্পিয়ন প্রমিলা দল
চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয় প্রমিলা দল (ছবি : সংগৃহীত)

প্রথমবারের মত অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়কে ২৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) নারী দল। এর আগে নারী দল ফুটবলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ৭-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে সাভার ড্যাফোডিল ইউনিভার্সিটির খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে গণ বিশ্ববিদ্যালয় ১৮৯ রান সংগ্রহ করে। গণ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছন্দা ও সাবিনা অর্ধশতক হাঁকান। পরে ব্যাট করতে নেমে সাউথইস্ট ইউনিভার্সিটি এক ওভার বাকি থাকতেই ১৬২ রানে অলআউট হয়ে যায়। গণ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছন্দা, সাবিনা ও অন্তু ৩টি করে উইকেট লাভ করেন।

খেলা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

উল্লেখ্য, সারাদেশ থেকে মোট ৬৫টি বিশ্ববিদ্যালয়ের ছেলে এবং মেয়েদের মধ্যে ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, ক্রিকেটসহ মোট ১০টি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। গণ বিশ্ববিদ্যালয় ৭টি ইভেন্টে অংশগ্রহণ করে ইতোমধ্যে মেয়েদের ফুটবলে চ্যাম্পিয়ন এবং ছেলেদের ফুটবল ও মেয়েদের হ্যান্ডবলে ফাইনালে উন্নীত হয়েছে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড