• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডাকসুর ‘বছর ত্রিশেক পরে’ সাহিত্য পত্রিকা প্রকাশ

  ঢাবি প্রতিনিধি

১৬ এপ্রিল ২০১৯, ১৪:০১
ঢাবি
‘বছর ত্রিশেক পরে’ সাহিত্য পত্রিকা প্রকাশ (ছবি : সংগৃহীত)

দীর্ঘদিন অচল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সচল হয়েই প্রকাশ করল ডাকসুর সাহিত্য পত্রিকা ‘বছর ত্রিশেক পরে’। ৩০ বছর পর প্রকাশিত হয়েছে বলে এর নাম দেওয়া হয়েছে ‘বছর ত্রিশেক পরে’।

সোমবার (১৫ এপ্রিল) বিকালে ঢাবি উপাচার্য ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।

বৈশাখ উপলক্ষে প্রকাশিত বিশেষ এই সাহিত্য পত্রিকাটির সম্পাদনা করেছেন ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন।

মাজহারুল কবির শয়ন বলেন, ‘আমরা এই সাহিত্য পত্রিকা প্রকাশের মাধ্যমে সাহিত্য প্রকাশ শুরু করলাম। এখন থেকে বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে এ রকম আরও বিশেষ সাহিত্য পত্রিকা ডাকসু থেকে প্রকাশ করা হবে।’

ডাকসুর সদস্য মো. মাহমুদুল হাসান জানান, দীর্ঘ ৩০ বছর পর আজ ডাকসু থেকে সাহিত্য পত্রিকা প্রকাশিত হলো। পত্রিকাটি পাওয়া যাবে ডাকসু সাহিত্য সম্পাদকের কক্ষে, হল সংসদে ও টিএসসিতে ঢাবি প্রকাশনা সংস্থায়।

এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান, ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ, ডাকসুর ২৫ জন নির্বাচিত প্রতিনিধি, বিভিন্ন হলের প্রভোস্ট এবং হল সংসদের নেতারা।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড