• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিডি তুলে নিতে বেরোবি ছাত্রলীগ সভাপতির হুমকি

  ক্যাম্পাস ডেস্ক

১৬ এপ্রিল ২০১৯, ১৩:০৩
বেরোবি
বেরোবি ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া (ছবি : সম্পাদিত)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়ার বিরুদ্ধে দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) তুলে নিতে শেখ হাসিনা হল এবং ড. ওয়াজেদ ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সাইট ইঞ্জিনিয়ার মোশারফ হোসাইনকে হুমকি ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) গভীর রাতে বেরোবি ছাত্রলীগ সভাপতি তার দলীয় কর্মীদের নিয়ে ইঞ্জিনিয়ার মোশারফ হোসাইনকে হুমকি দেন।

ইঞ্জিনিয়ার মোশারফ হোসাইন বলেন, গভীর রাতে তুষার কিবরিয়া তার দলীয় কর্মীদের নিয়ে আমার কার্যালয়ে এসে মারধর করেন এবং সাধারণ ডায়েরি তুলে নিতে হুমকি দেন। আমি বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। আমি এখন প্রাণনাশের আশঙ্কা করছি।

বেরোবি

বেরোবি ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়ার বিরুদ্ধে দায়ের করা সাধারণ ডায়েরি

সাধারণ ডায়েরিতে মোশারফ হোসাইন বলেন, ১৪ লক্ষ টাকা চাঁদা দাবি করায়, গেল ১৪ এপ্রিল (রবিবার) বেরোবি ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়ার বিরুদ্ধে তাজহাট থানায় সাধারণ ডায়েরি করেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসাইন।

এ ব্যাপারে ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়ার মোবাইল নম্বরে সংযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড