• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী মানববন্ধন

  চবি প্রতিনিধি

১৫ এপ্রিল ২০১৯, ২২:১৮
চবি শিক্ষক সমিতির মানববন্ধন
চবি শিক্ষক সমিতির উদ্যোগে যৌন নিপীড়ন বিরোধী মানববন্ধন (ছবি : সংগৃহীত)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে সকল প্রকার যৌন নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) বিকেল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে যৌন নিপীড়নের ঘটনা বৃদ্ধি পাওয়ায় শিক্ষক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়ন এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে হত্যা এবং যৌন নিপীড়নের হাত থেকে বাঁচতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী বর্ষা চৌধুরীর বাস থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মরক্ষার ঘটনায় মানববন্ধনে উপস্থিত শিক্ষকবৃন্দ তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা মানববন্ধন থেকে অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, 'কেবলমাত্র বিচারের মাধ্যমে যৌন নিপীড়নের মত অপরাধ নির্মূল করা সম্ভব নয়। যৌন নিপীড়নের বিরুদ্ধে সমগ্র দেশব্যাপী একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।'

পাশাপাশি বক্তারা নিপীড়কদের কোনো প্রকার আইনগত সহায়তা না দেয়ার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. জাকির হোসেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড