• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবিতে আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু

  রাবি প্রতিনিধি

১৫ এপ্রিল ২০১৯, ১৯:৩৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতার উদ্বোধন
আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন (ছবি : সংগৃহীত)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে ৩২তম এই আসরের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিক্স ও অ্যাকুয়াটিকস সাব-কমিটির সভাপতি অধ্যাপক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। প্রতিযোগীদের শপথ বাক্য পাঠ করান শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আছাদুজ্জামান।

প্রতিযোগিতার সাঁতার ইভেন্টে ১১টি হল এবং ওয়াটারপোলোতে ৯টি হলের ১৫০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। প্রথম দিনে সাঁতারের ৮টি ও ওয়াটারপোলোর ৫টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সাঁতারের ৯টি ও ওয়াটারপোলোর ২টি ইভেন্ট এবং বিকাল ৪টায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড