• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুবিতে ছাত্রলীগের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

  কুবি প্রতিনিধি

১৫ এপ্রিল ২০১৯, ১৭:১৪
কারণ দর্শানোর নোটিশ
কুবি ছাত্রলীগের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (ছবি : সম্পাদিত)

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি হাসান বিদ্যুত এবং যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব হাসান হিমেলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগের প্রেক্ষিতে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শাখা ছাত্রলীগ এই নোটিশ প্রদান করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'গত ১০ এপ্রিল রাতে নৃবিজ্ঞান ৮ম ব্যাচের শিক্ষার্থী শরীফুল ইসলাম মারধরের শিকার হয়েছেন বলে তার নিজের অভিযোগের প্রেক্ষিতে আপনাদের (হাসান বিদ্যুত সহসভাপতি কুবি শাখা ছাত্রলীগ, শোয়েব হাসান হিমেল যুগ্ম সাধারণ সম্পাদক কুবি শাখা ছাত্রলীগ) বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দেয়া হলো।'

উল্লেখ্য, গত ১০ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী শরীফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর উক্ত দুই নেতা কর্তৃক মারধরের শিকার হয়েছেন মর্মে অভিযোগপত্র জমা দেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড