• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

লোক প্রশাসন বিষয়কে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তিকরণ চেয়ে মানববন্ধন

  কুবি প্রতিনিধি

১৫ এপ্রিল ২০১৯, ১৪:১৮
কুবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তিকরণে কুবিতে মানববন্ধন

লোক প্রশাসন বিষয়কে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তিকরণ ও চার দফা দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগ।

সোমবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার সংলগ্ন রাস্তায় বিভাগটির শিক্ষক এবং সকল বর্ষের শিক্ষার্থীদের উপস্থিতিতে ‘লোক প্রশাসন’ বিষয়কে বিভিন্ন কলেজে অন্তর্ভুক্তকরণ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এ বিষয়কে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে চালুকরণ, ৪১তম বিসিএস থেকে লোক প্রশাসনের শিক্ষা ক্যাডার চালু করা এবং প্রশাসন ক্যাডারে শুধু লোক প্রশাসনের শিক্ষার্থীদের নিয়োগ সংক্রান্ত মোট ৪ দফা দাবি নিয়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এ সময় বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকদের বক্তব্যে তারা তাদের ৪ দফা নিয়ে দাবির কথা তুলে ধরেন। এতে বিভাগর সহযোগী অধ্যাপক জান্নাতুল ফেরদাউস বলেন, ‘এই আন্দোলন অত্যন্ত যৌক্তিক, আশা রাখি ২০১৯ সালেই আমরা আমাদের এই আন্দোলনের সফলতা দেখবেই।’

বিভাগের সহকারী অধ্যাপক মো. নাহিদুল ইসলাম বলেন, ‘আমরা ১ম বর্ষ থেকে শেষ বর্ষ পর্যন্ত লোক প্রশাসন পড়ি, কিন্তু দুঃখের বিষয় হলো লোক প্রশাসনের ছাত্রদের জন্য বিশেষ কোনো চাকরির ক্ষেত্র এখনো নেই। এই সমস্যা উত্তরণে বিশেষজ্ঞদের সু-দৃষ্টি কামনা করছি।’

মানববন্ধনে সর্বশেষ বিভাগের সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, ‘এই আন্দোলন নব্বইয়ের দশক থেকে চলে আসছে। আমি বলতে চাই লোক প্রশাসনের শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রশাসনিক কর্মক্ষেত্রে ক্ষেত্র তৈরি হোক। আর আমাদের এই আন্দোলন অচিরেই সফলতা দেখবে এই বিশ্বাস রাখি।’

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড