• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাকৃবিতে হাসিমুখের পরিচ্ছন্নতা অভিযান

  বাকৃবি প্রতিনিধি

১২ এপ্রিল ২০১৯, ১৮:৪৪
বাকৃবিতে হাসিমুখের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
হাসিমুখের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ’ এর উদ্যোগে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাড থেকে এই কর্মসূচি পালন করা হয়।

হাসিমুখের সভাপতি অধ্যাপক ড. আবু সালেহ মাহফুজুল বারী কর্মসূচির উদ্বোধন করেন। পরে হাসিমুখের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক ও হাসিমুখের সহসভাপতি অ্যাকুয়াকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর রহমান এবং কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হামিদুল ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ এবং হাসিমুখের প্রায় শতাধিক সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড