• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাবিতে পহেলা বৈশাখে রং ছিটানো নিষিদ্ধ

  জাবি প্রতিনিধি

১১ এপ্রিল ২০১৯, ১৮:০৭
জাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (ছবি : দৈনিক অধিকার)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে রং ছিটানো নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পহেলা বৈশাখে কেউ রং ছিটালে অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়, বাংলা বর্ষবরণ ও পহেলা বৈশাখ উপলক্ষে ‘চিত্র যেথা ভয় শূন্য, উচ্চ সেথা শির’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী কমসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির প্রথম দিন তথা পহেলা বৈশাখে ক্যাম্পাসে দাপ্তরিক কাজে নিয়োজিত ব্যক্তিদের মোটরসাইকেল ছাড়া অন্য মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে, বহিরাগত গাড়ি প্রবেশ ও চলাচল সীমিত রাখা হবে এবং মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা নিষিদ্ধ করা হয়েছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড