• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

নজরুল বিশ্ববিদ্যালয়ে ফোকলোর বিভাগের দিনব্যাপী সিম্পোজিয়াম

  জাককানইবি প্রতিনিধি

০৯ এপ্রিল ২০১৯, ১৭:২৭
জাককানইবিতে দিনব্যাপী সিম্পোজিয়াম
জাককানইবিতে দিনব্যাপী সিম্পোজিয়ামে অংশগ্রহণকারীরা (ছবি : সংগৃহীত)

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ফোকলোর বিভাগের আয়োজনে ‘লোকভাষা ও সমাজ ভাষাতত্ত্ব’ বিষয়ক দিনব্যাপী সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সকাল ১১টায় দিনব্যাপী এই আয়োজন শুরু হয়।

সিম্পোজিয়ামে ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সাকার মুস্তাফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এছাড়াও অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সহকারী পরিচালক, বহুভাষী, কবি ও অনুবাদক ইসফানদিওর আরিওন। সেঁজুতি ধর ও লবিন মিয়ার সঞ্চালনায় দিনব্যাপী আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আল জাবির।

২০১৫-১৬ শিক্ষাবর্ষের ‘সমাজভাষা ও লোকভাষাতত্ত্ব’ কোর্সের অংশ হিসেবে ব্যাচের শিক্ষার্থীরা কোর্স সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন। ফোকলোর বিভাগ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা সিম্পোজিয়ামে অংশগ্রহণ করে। বক্তারা লোকভাষা, সমাজভাষা, উপভাষা সহ ভাষার নানাদিক নিয়ে আলোচনা করেন।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড