• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নজরুল বিশ্ববিদ্যালয়

তারুণ্যের গণতন্ত্র-বিতর্ক উৎসবের পুরস্কার বিতরণী

  জাককানইবি প্রতিনিধি

০৮ এপ্রিল ২০১৯, ১৩:১৭
জাককানইবি
পুরস্কার বিতরণ (ছবি : দৈনিক অধিকার)

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ডিবেটিং সোসাইটির আয়োজনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় ইউকেএআইডি ও ইউএসএআইডির অর্থায়নে ‘তারুণ্যের গণতন্ত্র-বিতর্ক উৎসব-২০১৯’ এর ময়মনসিংহ অঞ্চলের বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

ফাইনালে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

রবিবার (৭ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় দুই দিনব্যাপী এই বিতর্ক উৎসব। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এইচ. এম. মোস্তাফিজুর রহমান।

সোসাইটির সহসভাপতি ফিরোজ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কে. এম. মাহমুদুল হক, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক অর্পনা আউয়াল, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক সাদিক হাসান শুভ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক চন্দন কুমার পাল, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক ব্যবস্থাপক নার্গিস আক্তার প্রমুখ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২টি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, আনন্দ মোহন কলেজ এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ২টি সহ প্রতিযোগিতায় মোট ৮টি টিম অংশগ্রহণ করে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড