• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাবিতে নানা আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

  জাবি প্রতিনিধি

০৭ এপ্রিল ২০১৯, ১৫:৫০
জাবি
বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত (ছবি : দৈনিক অধিকার)

‘সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা’ প্রতিপাদ্যে ও ‘সবার জন্য স্বাস্থ্য’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় পাবলিক হেলথ অ্যান্ড ইরফরমেটিক্স বিভাগের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এই শোভাযাত্রার উদ্বোধন করেন।

শোভাযাত্রা উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘স্বাস্থ্য সকল সুখের মূল। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্ব নিতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে যাতে কেউ মাদকাসক্ত হতে না পারে এ জন্য সবাইকে সচেতন থাকতে হবে।’

শোভাযাত্রাটি বিজনেস স্টাডিজ অনুষদ, চৌরঙ্গী মোড়, পরিবহণ চত্বর, মেডিকেল সেন্টার প্রদক্ষিণ করে মুন্নী চত্বরে এসে শেষ হয়। এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের মুন্নী চত্বরে দিনব্যাপী স্বাস্থ্যসেবা বিষয়ক ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মনজুরুল হক। এ সময় প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান উপস্থিত ছিলেন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড