• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

গণবিতে বৈধ উপাচার্যের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

  গণবি প্রতিনিধি

০৬ এপ্রিল ২০১৯, ১২:৫২
গণবি
প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ (ছবি : দৈনিক অধিকার)

গণ বিশ্ববিদ্যালয়ে (গণবি) বৈধ উপাচার্যের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার (৬ এপ্রিল) সকাল ১০টায় প্রশানসিক ভবনে তালা দেয় আন্দোলনকারীরা।

এরপর দুপুর ১২টার দিকে তারা উপাচার্যের দাবিতে সম্পূর্ণ ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে পুনরায় প্রশাসনিক ভবনে অবস্থান করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছে শিক্ষার্থীরা। এ সময় তাদের ‘রক্ত লাগলে রক্ত নে, বৈধ একটা ভিসি দে’ স্লোগানের আওয়াজ তুলে মিছিল করতে গেছে। শিক্ষার্থীদের এ আন্দোলনের কারণে পেপার পড়ে, গল্প করে সময় পার করছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

এ দিকে, আন্দোলনকারীদের পক্ষ থেকে সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ককে প্রশাসনের পক্ষ থেকে ডেকে নেওয়ার খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টা থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগমন করতে দেখা যায়, কিন্তু বৃষ্টির কারণে থমকে যায় আন্দোলন। পরে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড