• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুবি ক্যাম্পাসে যত্রতত্র আবর্জনার স্তূপ

  আহমেদ ইউসুফ, কুবি প্রতিনিধি

০৩ এপ্রিল ২০১৯, ১২:১২
কুবি
ক্যাম্পাসে আবর্জনার স্তূপ (ছবি : দৈনিক অধিকার)

লাল পাহাড়ে ঘেরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট হচ্ছে যেন নিয়ম করেই। শিক্ষার্থীদের অসচেতনতা এবং প্রশাসনের চরম অবহেলায় দূষিত হচ্ছে বিশ্ববিদ্যালয় অঙ্গনের পরিবেশ। ময়লা আবর্জনার স্তূপ গড়ে উঠছে যত্রতত্র। তবে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলায় বিশেষ কোনো উদ্যোগ কিংবা পরিকল্পনা কোনোটিই এখনও দৃশ্যমান হয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রতিটি সড়কে, অ্যাকাডেমিক ভবনের আশপাশে, মেইন গেইটের সামনে, ক্যাফেটেরিয়া, কেন্দ্রীয় খেলার মাঠ, অ্যাকাডেমিক বিভিন্ন ভবনের ভিতরে সংরক্ষিত স্থানগুলো, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে গড়ে ওঠা বিভিন্ন দৃষ্টিনন্দনীয় স্থানগুলো অপরিষ্কার অপরিচ্ছন্নতায় ঢেকে আছে। যা নিয়ে চাপা ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যকার সংরক্ষিত অংশে যেখানে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রঙ-বেরঙের ফুলের বাগান সাজানোর কথা ছিল সেখানে দেখে মনে হবে যেন পরিত্যক্ত কোনো ডাস্টবিন। শিক্ষার্থীদের দাবি, নির্দিষ্ট স্থানে ময়লার ডাস্টবিন না থাকার কারনেই মূলত এভাবে পরিবেশ নষ্ট হচ্ছে।

কুবি

যথাযথ তদারকির অভাবে বন্ধ হয়ে আছে ড্রেন (ছবি : দৈনিক অধিকার)

অপরদিকে, বিশ্ববিদ্যালয় প্রবেশের মূল ফটকের সামনে গড়ে ওঠতে দেখা যায় আবর্জনার স্তূপ, কিন্তু এ নিয়ে কোনো মাথাব্যথা নেই কর্তৃপক্ষের।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলগুলো, আশেপাশের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি হলের পাশের ড্রেনগুলো যথাযথ তদারকির অভাবে বন্ধ হয়ে থাকতে দেখা যায়, কিন্তু বিভিন্ন সময়ে পত্রিকার পাতায় খবর ছাপা হলেও বিশেষ কোনো উদ্যোগ দেখা যায়নি কর্তৃপক্ষের।

এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান তানিম বলেন, ‘নির্দিষ্ট কোথাও কোনো স্থায়ী ডাস্টবিন না থাকায় যেখানে হাতের ময়লাটি কোথায় ফেলব এ নিয়ে দ্বিধান্বিত হতে হয়। যার ফলেই আমরা শিক্ষার্থীরা এদিক সেদিক ময়লা ছুড়ে ফেলছি, কিন্তু এই অবস্থায় পরিবেশ চরমভাবে নষ্ট হচ্ছে।’

লোক প্রশাসন বিভাগের অপর আরেক শিক্ষার্থী রাসেল খান জানান, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সৌন্দর্য ম্লান হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থীদের ফেলা ময়লা আবর্জনায়। শিক্ষার্থীদের অসচেতনতার পাশাপাশি ক্যাম্পাসে ঘুরতে আসা দর্শনার্থীরাও ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট করতেছে। তাদের ফেলে যাওয়া ময়লা-আবর্জনা, পানির বোতল, প্যাকেটজাত খাবার যত্রতত্র ফেলায় বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ম্লান হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত।’

কুবি

অপরিষ্কার অপরিচ্ছন্নতায় ঢেকে আছে ক্যাম্পাস (ছবি : দৈনিক অধিকার)

তবে এ ব্যাপারে কথা বলতে গেলে বিশ্বিদ্যালয়ের এস্টেট শাখার সহকারী রেজিস্টার মো. মিজানুর রহমান জানান, ‘আমাদের পরিচ্ছন্ন কর্মী যা রয়েছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম, যার ফলে ক্যাম্পাস পর্যাপ্ত পরিস্কার রাখতে হিমশিম খেতে হচ্ছে। তবে আমাদের উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধনে সবাইকে নিয়ে একটি নতুন কমিটি গঠন করেছেন, যেখানে তিনি প্রধান। শিগগিরই সকল দপ্তরে এ ব্যাপারে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে এবং তার পরেই এ সমস্যা নিয়ে কাজ শুরু হবে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আবু তাহের দৈনিক অধিকারকে জানান, ‘এ ব্যাপারে আমাদের মিটিং হয়েছে, শিগগির বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনে কাজ শুরু হবে। প্রায় ৫০ লক্ষ টাকার এ বাজেটের আওতায় বিভিন্ন স্থানে ময়লা অপসারণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তায় ডাস্টবিন বসানোসহ পরিষ্কার ক্যাম্পাস নিশ্চিত করা হবে, যে প্রকল্পটির কাজ আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন হবে।’

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড