• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

গণ বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র পরিষদের কমিটি গঠিত

  গণবি প্রতিনিধি

০১ এপ্রিল ২০১৯, ২০:৪৪
নতুন কমিটি
সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ক (ছবি : সংগৃহীত)

রাজনীতি ও প্রশাসন বিভাগের রনি আহমেদকে আহ্বায়ক ও একই বিভাগের শিক্ষার্থী মাহবুবুর রহমান রনিকে যুগ্ম-আহ্বায়ক করে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে 'সাধারণ ছাত্র পরিষদ' সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

সোমবার (১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে জরুরি সভায় সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ২৫ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

এতে আইন বিভাগের শিক্ষার্থী শেখ রনিকে সমন্বয়ক এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী মাহতাবুর রহমান সবুজকে সদস্য সচিব ঘোষণা করা হয়।

কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- মেহেরাজ হোসেন, শারমিন আক্তার, মেহেদী হাসান, জান্নাতুল ফেরদৌস (জিবু), নাসিম সিদ্দিক রিফাত, আশরাফুল রহমান প্রিয়াস, মসিউর রহমান, আতিকুর রহমান, রাজিব আহম্মেদ, আহসান হাবিব, নাঈম আহমেদ, রাজন্য হোসেন, আব্দুর রহিম, সানজিদা আফরিন, মিরাজ আহম্মেদ, শর্মিলা ইসলাম, আনন্দ দ্রুতি, শ্রাবন্তী আফরোজ, ইমরান আহমেদ, আকাশ আহমেদ এবং রবিন আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রলিফ প্রমুখকে নিয়ে ১০ শিক্ষার্থী নিয়ে উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।

এ প্রসঙ্গে তারা জানান, 'বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান উপাচার্যসহ সমসাময়িক সকল সমস্যা নিয়ে কাজ করবে আমাদের এই পরিষদ।'

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মো. জুয়েল রানা বলেন, 'শিক্ষার্থীদের যেকোনো ন্যায্য দাবির পক্ষে আমাদের ছাত্র সংসদ আছ।'

পর্যায়ক্রমে প্রতিটি বিভাগে এ পরিষদের কমিটি দেওয়া হবে বলেও জানান সাধারণ ছাত্র পরিষদের যুগ্ম আহবায়ক।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড