• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পে ফুটবলের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

  গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

৩০ মার্চ ২০১৯, ১৬:৪৫
ফুটবল
ফুটবলের উদ্বোধনী ম্যাচ (ছবি : দৈনিক অধিকার)

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প- ২০১৯ প্রতিযোগিতার ফুটবল ইভেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে ৫-০ ব্যবধানে পরাজিত করে সহজ জয় পেয়েছে ফারইস্ট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়।

শনিবার (৩০ মার্চ) সকাল ১০টায় গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ আসরে প্রথমবারের মত অংশ নেয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

অপ্রতিরোধ্য ফারইস্টের ৬নং জার্সি পরিহিত খেলোয়াড় শুভ’র পা থেকে আক্রমণের শুরু হয়। খেলা শুরুর ৪ মিনিটের মাথায়ই গোল দেন শুভ। তার মাত্র দুই মিনিট পর নাবিল এর সফল আক্রমণে ফারইস্ট দ্বিতীয় গোলের দেখা পায়। তারপর কিছু সময় টানা আক্রমণ করে গেলেও ২১ মিনিটের মাথায় গোল দেয় সাত্তার। এরপর ২৪ মিনিট এবং ৪৩ মিনিটে সুজয়ের জোড়া গোলে ফারইস্টের গোল সংখ্যা দাঁড়ায় পাঁচে।

প্রথম ও দ্বিতীয়ার্ধে ফারইস্ট বিশ্ববিদ্যালয় লক্ষ্যভেদ করার উদ্দেশ্যে ১২ টি শট নেয়। এর বিপরীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একবারও শট নিতে পারেনি। ফারইস্টের গোলরক্ষক মাত্র একবার বল হাতে নেয়ার সুযোগ পায় তাও নিজের দলের খেলোয়াড়ের ব্যাক পাসের কারণে।

এক পেশে ম্যাচ পানসে লেগেছে দর্শকদের কাছে। ফারইস্টের কাছে রীতিমত ধুঁকেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। পুরো ম্যাচে দুই দলের কেউই হলুদ বা লাল কার্ড পাননি।

উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ডা. লায়লা পারভিন বানু, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিন অনুপমা আজহারী, রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক পরিচালক ড. মেজবাহ্ উদ্দিন।

গণ বিশ্ববিদ্যালয় ভেন্যুতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৮ টি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের আসরে সরকারি-বেসরকারি মোট ৬৫টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড