• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজিসিটিইউবিতে মহান স্বাধীনতা দিবস- ২০১৯ উদযাপিত

  বিজিসিটিইউবি প্রতিনিধি

২৮ মার্চ ২০১৯, ০৩:৫৩
আবৃত্তি
আবৃত্তি করছেন ভারতের প্রখ্যাত আবৃত্তিকার ডালিয়া বসু সাহা (ছবি : সংগৃহীত)

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (বিজিসিটিইউবি) এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে কর্মসূচির মধ্যে ১ম দিন রচনা, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ২য় দিন পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ এবং ৩য় দিন সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া উক্ত স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল কলকাতার প্রখ্যাত আবৃত্তিকার ডালিয়া বসু সাহার একক কবিতা আবৃত্তি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটি-২০১৯ এর আহবায়ক ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হযরত আলী মিঞার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী।

এতে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নারায়ণ বৈদ্য, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক রণজিৎ কুমার দে, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম ইউসুফ চৌধুরী, ইংরেজি বিভাগের অধ্যাপক স্বাশ্বতী দাশ, রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার এবং ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শওকত বাঙ্গালী।

ডেপুটি রেজিস্ট্রার সালাহ উদ্দীন শাহরিয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আবছার, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, সহকারী রেজিস্ট্রার অজয় মজুমদার।

আলোচনা সভায় বক্তারা বলেন, 'বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা নতুন করে এগিয়ে যাচ্ছি। উন্নয়ন-অগ্রযাত্রার পথ পাড়ি দিয়ে, নারী শিক্ষা, প্রাথমিক শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন প্রতিটি সূচকে উন্নতির মাধ্যমে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ হতে যাচ্ছে। এটি বাঙালি জাতির জন্য বিরাট অর্জন। একে ধরে রাখার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে গেলে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তরিত হবে বলে বক্তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে আবৃত্তিতে ১ম স্থান অধিকার করেন বিবিএ প্রোগ্রামের ৭ম সেমিস্টারের ছাত্রী বিবি আয়েশা সুমি। যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেন ইংরেজি বিভাগের ৪র্থ সেমিস্টারের ছাত্রী সায়মা তৈয়ব ও ইংরেজি বিভাগের ৩য় সেমিস্টারের ছাত্রী পুষ্প বড়ুয়া। তৃতীয় স্থান অধিকার করেন ইংরেজি বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্রী আফিয়া রহমান।

দেশাত্মবোধক গানে ১ম স্থান অধিকার করেন আইন বিভাগের ১২তম ট্রাইমিস্টারের ছাত্র জিয়াউল হাসান। দ্বিতীয় স্থান অধিকার করেন ৫ম সেমিস্টারের ছাত্রী লিলিপ্রু মারমা। ৩য় স্থান অধিকার করেন ইংরেজি বিভাগের ৮ম সেমিস্টারের ছাত্রী সায়মা তৈয়ব।

এছাড়া রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন ফার্মেসি বিভাগের ৩য় সেমিস্টারের ছাত্রী খন্দকার তাসনিম আক্তার মিতু। যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেন ইংরেজি বিভাগের ৩য় সেমিস্টারের ছাত্রী তাহিয়া তাসনুবা ও ইংরেজি বিভাগের ১ম সেমিস্টারের ছাত্রী নন্দিনী চৌধুরী, ৩য় স্থান অধিকার করেন ইংরেজি বিভাগের ৩য় সেমিস্টারের ছাত্র মোহাম্মদ ইয়াছিন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড