• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুটেক্সের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ

  বুটেক্স প্রতিনিধি

২৭ মার্চ ২০১৯, ১৫:৪৩
বুটেক্স
আমন্ত্রিত অতিথি ও বিজয়ীরা (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আন্তঃবিভাগ সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৯ এ চ্যাম্পিয়ন হয়েছে ১ম বর্ষের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ। অন্যদিকে, রানার আপ হয়েছে একই বর্ষের ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ।

বুটেক্স সাংস্কৃতিক সংঘের উদ্যোগে আয়োজিত বিশ্ববিদ্যালয়ে নবব্যাচের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের ১০টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রত্যেকেই দলগত কিংবা এককভাবে নিজ নিজ বিভাগের প্রতিনিধিত্ব করে। এতে নাচ, গান, মুকাভিনয়, কবিতা আবৃত্তি, অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয় তারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন অধ্যাপক হোসনেয়ারা বেগম বিজয়ী ও রানার আপ দলের নাম ঘোষণা করেন। এতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড