• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফনানের স্মরণে সিকৃবিতে বাঁধনের বিনা মূল্যে রক্তের গ্রুপিং

  সিকৃবি প্রতিনিধি

২৬ মার্চ ২০১৯, ২০:৪০
রক্তের গ্রুপ নির্ণয়
বাঁধনের উদ্যোগে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি (ছবি : সংগৃহীত)

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মেধাবী শিক্ষার্থী মরহুম ওয়াসিম আফনানের স্মরণে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছায় রক্ত দাতাদের সংগঠন 'বাঁধন'।

মঙ্গলবার (২৬ মার্চ) সিকৃবি বাঁধন ইউনিট সিলেটের গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট শিবগঞ্জ, টিলাগড় ও মেজরটিলাতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করে।

বাঁধন সিকৃবি শাখার সাধারণ সম্পাদক মো জোনাঈদ ইসলাম জানান, 'বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা ৩০মিনিট পর্যন্ত চলে। এ সময় অত্র এলাকা সহ আশেপাশের প্রায় ৪০০ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে বাঁধন কর্মীরা।'

বাঁধন সিকৃবি ইউনিটের কোষাধ্যক্ষ হাছানুজ্জামান হৃদয় বলেন, 'ওয়াসিম হত্যার দাবিতে সিকৃবিতে চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশের জন্যই আমাদের আজকের এই কর্মসূচি।'

এ বিষয়ে সিকৃবি বাঁধনের সভাপতি জাহিদ হোসেন বলেন, 'আমাদের নিয়মিত রক্তদাতা ওয়াসিম আফনানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে বাঁধন সিকৃবি ইউনিট তার নামে একটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছে। এ আয়োজনের মাধ্যমে বাঁধন তার একজন নিয়মিত রক্তদাতার প্রতি সম্মান প্রদর্শন করার চেষ্টা করেছে। মহান স্বাধীনতা দিবসের এ দিনে আমরা সচরাচর রক্তের গ্রুপিং করলেও এবারে তার অকস্মাৎ চলে যাওয়ার প্রেক্ষিতে তার নামে আমরা এ আয়োজন করেছি।'

উল্লেখ্য, শনিবার (২৩ মার্চ) সিলেট-ময়মনসিংহ সড়কে চলাচল করা উদার পরিবহন নামে একটি বাসের চালক ও হেলপারের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে সিকৃবির শিক্ষার্থী ওয়াসিমকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে ওয়াসিম বাস থেকে রাস্তায় পড়ে যান এবং চালক বাস না থামিয়েই তার ওপর দিয়ে চালিয়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওয়াসিমকে মৃত ঘোষণা করেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড