• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেরা নবীন উদ্যোক্তা প্রতিযোগিতায় তৃতীয় বিআইএসটির ইয়াসিন

  রেহেনা আক্তার রেখা

২৬ মার্চ ২০১৯, ১৭:১৭
সেরা নবীন উদ্যোক্তা
সম্মাননা ক্রেস্ট নিচ্ছেন ইয়াসিন আরাফাত (ছবি : সংগৃহীত)

‘সম্প্রীতি-আইবিডি সেরা নবীন উদ্যোক্তা-২০১৯’ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বিজিআইএফটি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (বিআইএসটি) সিভিল ডিপার্টমেন্টর ৪র্থ সেমিস্টারের মেধাবী ছাত্র ইয়াসিন আরাফাত। এর পুরস্কার হিসেবে ইয়াসিনকে সম্মাননা ক্রেস্ট এবং তার উদ্যোগকে সফল করার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

‘সংঘাত নয়, এসো সম্প্রীতির পথে’ এ স্লোগানকে সামনে রেখে এবার যৌথভাবে নবীন উদ্যোক্তা প্রতিযোগিতার আয়োজন করেছে মানুষের জন্য ফাউন্ডেশন, সম্প্রীতি ও আইবিডি এন্টারপ্রাইজ। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল আই।

ইয়াসিন

ইয়াসিনের ভাই ভাই রোপ অ্যান্ড শকস ফ্যাক্টরি

মার্চ মাসে প্রতি বুধবার বিকাল সাড়ে পাঁচটায় চ্যানেল আইয়ে এ প্রতিযোগিতাটি প্রচারিত হয়। ২৪ মার্চ (রবিবার) আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। এতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নয় হাজার তরুণ তরুণীরা রেজিস্ট্রেশন করে এবং সেখান থেকে বিভিন্ন ধাপে প্রতিযোগিতার মাধ্যমে টপ পাঁচজনকে সিলেক্ট করা হয়। সেখানে তৃতীয় স্থান অর্জন করেছেন ইয়াসিন আরাফাত।

এই ঈর্ষণীয় সাফল্যে নিজের অনুভূতি জানতে চাইলে ইয়াসিন উচ্ছ্বসিত হয়ে দৈনিক অধিকারকে বলেন, ‘এ অর্জন অবশ্যই অনেক আনন্দের, ভাষায় প্রকাশ করা অনেক কঠিন। তবে আমি একটি কথা বলতে চাই এ অর্জন আমার ভবিষ্যত কাজের আগ্রহকে অনেক গুণ বাড়িয়ে দেবে।’

ইয়াসিন

প্রতিযোগীদের সঙ্গে ইয়াসিন

তার প্রকল্পের মূল লক্ষ্য কী জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই লেখালেখি এবং গবেষণা করতে ভালোবাসি। সেই প্রেক্ষিতে আমি ২০১৭ সালে গার্মেন্টসের ওয়েস্ট্রিজ রিসাইকেল করে পরিবেশ রক্ষা ও বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য মানুষের চাহিদা সম্পন্ন দুটি প্রোডাক্ট তৈরি করেছি; সেটা হলো রশি এবং মোজা। আমার প্রকল্পে এখন মোট ১৭ জন বেকারের কর্মসংস্থান হয়েছে। আমি চাই আমার এই প্রকল্পটি উন্নয়নের মাধ্যমে তরুণদের বেকারত্ব হ্রাস করা।’

গাজীপুরের শ্রীপুর থানার নগর হাওলা গ্রামের বেড়ে ওঠা ইয়াসিন আরাফাত ছোটবেলা থেকেই ছিলেন তুখোড় মেধাবী। শৈশবে তার লেখালেখি এবং গবেষণার প্রতি ভালোবাসা দেখে বাবা আব্দুল খালেক সন্তানের চোখে মুখে লক্ষ করছিলেন তার উজ্জ্বল ভবিষ্যত। আর তাই সন্তানকে সবসময় ভিন্ন কিছু করার উৎসাহ দিয়ে যেতেন আব্দুল খালেক।

ইয়াসিন

সেরা নবীন উদ্যোক্তা-২০১৯

নিজের এ সাফল্যের পেছনে পিতার অনেক অবদান উল্লেখ করে ইয়াসিন বলেন, ‘আমার বাবা সবময়ই আমাকে বলত সফলতা শুধু বড় বড় চাকরির মাঝে সীমাবদ্ধ না। ব্যবসা বা অন্য কিছু নিয়ে কোনো কিছু অর্জন করা মানেই সফলতা। আর আমি আমার বাবার এই অনুপ্রাণিত কথাগুলো হৃদয়ে ধারণ করেছি বলেই হাজার তরুণদের মাঝে আমি আজ সেরা তৃতীয়। আমার বাবা চায় আমি যেন একজন সফল উদ্যোক্তা হয়ে বেকারত্ব হ্রাস ও বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখি এবং অন্যান্য তরুণদেরও উদ্যোক্তা হতে উৎসাহিত করি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড