• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওয়াসিম হত্যা: ২৭ তারিখ পর্যন্ত সিকৃবির ক্লাস-পরীক্ষা স্থগিত

  সিকৃবি প্রতিনিধি

২৪ মার্চ ২০১৯, ২২:২৭
সিকৃবি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ইনসেটে নিহত ওয়াসিম (ছবি : সম্পাদিত)

চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থী ওয়াসিমকে হত্যা করার প্রতিবাদে আগামী ২৭ তারিখ পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (২৪ মার্চ) রাতে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল কাশেম। রবিবার সন্ধ্যায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য,শনিবার সিলেট- ময়মনসিংহ সড়কে চলাচল করা উদার পরিবহন নামে একটি বাসের চালক ও হেলপারের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে ওয়াসিমকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। এতে ওয়াসিম বাস থেকে রাস্তায় পড়ে যান এবং চালক বাস না থামিয়েই তার ওপর দিয়ে চালিয়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওয়াসিমকে মৃত ঘোষণা করেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড