• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১ এপ্রিল

  গণবি প্রতিনিধি

২৪ মার্চ ২০১৯, ১৫:২৬
গণবি
গণ বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গণবি) স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১ এপ্রিল (সোমবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা নিয়ন্ত্রণ অফিস কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন জানান, ‘কেবলমাত্র আগ্রহী অধূমপায়ী শিক্ষার্থীরা ৫০০ টাকায় ভর্তি পরীক্ষার আবেদন ফরম ও নির্দেশিকা সংগ্রহ করতে পারবেন। আবেদনের প্রাথমিক যোগ্যতা হিসেবে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ ২.৫ থাকতে হবে। তবে ফিজিওথেরাপিতে ভর্তির জন্য জিপিএ ৩.৫ প্রয়োজন।

আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ। এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা মির্জানগরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ফরম সংগ্রহ করতে পারবেন।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড