• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওয়াসিম হত্যা : ৫ দফা দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

  সিকৃবি প্রতিনিধি

২৪ মার্চ ২০১৯, ১৪:৫২
সিকৃবি
সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ (ছবি : দৈনিক অধিকার)

‘উদার পরিবহন’ নামক বাসের চাপায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থী ওয়াসিম আফনানের নিহতের ঘটনায় পাঁচ দফা দাবি উত্থাপন করেছে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রবিবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট এলাকায় সড়ক অবরুদ্ধ করে আন্দোলন চালাতে থাকে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দেওয়া ৫ দফা দাবিগুলো হলো-

১. উদার পরিবহনের রোড পারমিট ও লাইসেন্স বাতিল করতে হবে

২. ঘাতক বাস চালক ও হেলপারের দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে

৩. লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলবে না

৪. অদক্ষ চালকের হাতে সড়কে গাড়ি আর নয়

৫. সড়কে শিক্ষার্থীসহ সকল জনসাধারণের নিরাপত্তা চাই

সিকৃবি

পাঁচ দফা দাবিতে রাজপথে সিকৃবির শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

উল্লেখ্য, শনিবার (২৩ মার্চ) সিলেট-ময়মনসিংহ সড়কে উদার পরিবহন নামে একটি বাসের চালক ও হেলপারের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে সিকৃবির শিক্ষার্থী ওয়াসিমকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে ওয়াসিম বাস থেকে রাস্তায় পড়ে যান এবং চালক বাস না থামিয়েই তার ওপর দিয়ে চালিয়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে ওয়াসিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড