• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাবিতে ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে হোটেল বয়কে মারধরের অভিযোগ

  জাবি প্রতিনিধি

২৩ মার্চ ২০১৯, ২২:৪৭
ছাত্রলীগ কর্মী
অভিযুক্ত ছাত্রলীগ কর্মী তৌফিক আহমেদ (ছবি : সম্পাদিত)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রলীগের কর্মীর বিরুদ্ধে এক হোটেল বয়কে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলার নুরজাহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মারধরের এই ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রলীগ কর্মীর নাম তৌফিক আহমেদ। সে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৩তম আবর্তন ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানার অনুসারী।

পার্শ্ববর্তী একাধিক দোকানদারের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার রাতে নুরজাহান হোটেল থেকে বান্ধবীর জন্য খাবার নেন তৌফিক। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন তার বান্ধবী। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নুরজাহান হোটেলের মালিক মো. ফরমান খানের সঙ্গে কথা বলতে আসেন তৌফিক। তাকে দোকানের সামনে ডেকে কথা বলেন তৌফিক। এ সময় একই দোকানের কর্মচারী রমজান আলী কাস্টমার ডাকতে সেদিকে গেলে তাকে চড়-থাপ্পড় মারেন তৌফিক। এ সময় তৌফিককে রাগান্বিত হয়ে উচ্চবাচ্য করতে দেখা যায়।

মারধরের শিকার রমজান আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কার কাছে বিচার দিবো? কে এর বিচার করবে? এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের কোনো বিচার হয় না।’

এ বিষয়ে অভিযুক্ত তৌফিক আহমেদ বলেন, ‘শুক্রবার রাতে এই দোকান থেকে আমার বান্ধবীর জন্য খাবার নিয়ে যাই। সেই খাবার খাওয়ার পর তার পেটে সমস্যা হয়। এজন্য দুপুরে আমি দোকানের মালিকের সঙ্গে কথা বলতে দোকানের সামনে যাই। এ সময় রমজান এদিকে আসলে তাকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেই। আমি চাইনি কর্মচারীর সামনে দোকানের মালিকের সম্মান নষ্ট হোক।’

এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘বটতলার খাবারের মান নিয়ে অনেক প্রশ্ন আছে। শিক্ষার্থীদের এ বিষয়ে সোচ্চার হওয়া উচিৎ। তবে কর্মচারীদের গায়ে হাত তোলাটা কাম্য নয়। এরকম কোন ঘটনা ঘটে থাকলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘এরকম কোন ঘটনা এখনো শুনিনি। লিখিত কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।'

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড