• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেমুরবিপ্রবির ২ শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলা

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

২২ মার্চ ২০১৯, ১৯:৫৯
আহত
হামলায় আহত দুই শিক্ষার্থী (ছবি : সংগৃহীত)

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই শিক্ষার্থীকে মারধর করেছে স্থানীয় একদল যুবক।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পাশে ৬ তলা বিশিষ্ট ছাত্র মেসে আবদ্ধ অবস্থায় তাদের ওপর এই হামলা চালানো হয়।

হামলায় আহত দুইজন হলেন- ইলেক্ট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (২০১৫-১৬) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী এবং এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী শুভ সরকার।

জানা যায়, রবিন নামক একজন স্থানীয় যুবকের নেতৃত্বে এই মারপিটের ঘটনার সূচনা হয়। রবিন নবীনবাগের বাসিন্দা লুঠু শিকদারের ছেলে।

আহত মেহেদি এবং শুভর সাথে কথা বলে জানা যায়, 'তারা পরীক্ষা শেষে রুমে ফিরে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎই বিকেল ৫ টার দিকে স্থানীয় প্রায় ১৫-২০ জন যুবক রুমে প্রবেশ করে অকারণেই তাদেরকে প্রায় আট-দশ মিনিট ধরে প্রচণ্ড মারধর করেন।'

ঘটনা সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত রবিন জানান, 'এই মেসের কয়েকজন ছেলে উচ্চকণ্ঠে গান এবং শিস বাজাচ্ছিল। আমি তাদেরকে নিষেধ করছিলাম কিন্তু তার পরিবর্তে তারা আমার সাথে খারাপ আচরণ করায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে তাদের মেসে গিয়েছিলাম। তবে উদ্দেশ্য মারামারি করা ছিল না। যারা এই কাজ করেছে তাদের বুঝাতে গিয়েছিলাম। কিন্তু তারা আবারও খারাপ আচরণ করলে আমরা তার প্রতিবাদ করি।'

তবে আহত শিক্ষার্থীরা জানান তারা রবিনের সাথে এ ধরণের কোনো খারাপ আচরণ করেন নি। হয়তো মেসের অন্য কেউ করে থাকতে পারে।

বশেমুরবিপ্রবির প্রক্টর মো. আশিকুজ্জামান ভূঁইয়া বলেন, 'আমরা ঘটনার বিষয়টি অবগত হয়েছি। আগামী রবিবার এই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিবে।'

এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড