• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

গণ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থীদের আদালত পরিদর্শন

  গণবি প্রতিনিধি

২২ মার্চ ২০১৯, ১৬:২৭
আদালত পরিদর্শন
আদালত পরিদর্শনে আইন বিভাগের শিক্ষার্থীরা (ছবি : সংগৃহীত)

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীরা ঢাকা জেলা জজ কোর্ট ও ঢাকা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট (আদালত) পরিদর্শন করেছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯ টায় তারা কোর্টে গিয়ে পৌঁছায়।

এ সময় তারা বেশ কিছু এজলাস ঘুরে বিচার প্রক্রিয়া দেখেন। ফলে তাদের আইন পেশায় আসার স্বপ্ন আরও রঙ্গিন হবে। কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান নিজেই কিভাবে একটা কেস কোর্টে যায়, থানা থেকে কিভাবে আসে, তাদের কি কাজ, রায়ের পর তারা কিভাবে সেগুলো আবার নথিভুক্ত করেন সেসব কাজ দেখান।

আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম বলেন, 'আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়েই আইন পড়া, আর এটা আমাদের জন্য সত্যিই অনেক আনন্দের দিন। বিশ্ববিদ্যালয় জীবনের প্রায় শেষ পথে আমরা, আর কিছু দিনের মধ্যে আমরা ক্যাম্পাস থেকে চলে যাবো। তবে এ রকম অভিজ্ঞতা আমাদের আরও আগে দরকার ছিল।’

আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল আলম জানান, ‘কোর্ট পরিদর্শনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে আইন পেশার বাস্তবিক একটা ধারণা জন্মাবে, যা তাদেরকে সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সামনের দিনগুলাতে আরও অনেক সহায়তা করবে।’

এ সময় আইন বিভাগের ১২তম ব্যাচের ৩২ জন শিক্ষার্থীসহ বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল আলম, প্রভাষক মাহবুবুর রহমান ও সহকারী প্রভাষক সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।

এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড