• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

লিডিং ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন সম্পন্ন

  এলইউ প্রতিনিধি

২২ মার্চ ২০১৯, ১৫:২৪
সমাবর্তন
সমাবর্তনে শিক্ষার্থীদের উল্লাস (ছবি : সংগৃহীত)

দীর্ঘ ৫ বছর পর সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে তৃতীয় সমাবর্তন সম্পন্ন হয়েছে।

বুধবার (২০ মার্চ) দক্ষিণ সুরমার রাগীবনগরস্থ ক্যাম্পাস প্রাঙ্গণে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। এবারের সমাবর্তনে মোট ৪৭৩৪ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়েছে। যার মধ্যে ৩২০৭ জন স্নাতক এবং ১৫২৭ জন স্নাতকোত্তর।

মহামান্য রাষ্ট্রপতি মনোনীত প্রতিনিধি হিসেবে লিডিং ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। সমাবর্তন বক্তা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির। সমাবর্তনে চ্যান্সেলর গোল্ড মেডেল পেয়েছেন বিবিএ প্রোগ্রামের গ্র্যাজুয়েট মউপিয়া সেন।

সভাপতির বক্তব্যে এম এ মান্নান এমপি গ্র্যাজুয়েটদেরকে ভবিষ্যৎ দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হবার আহ্বান জানিয়ে বলেন, 'আজ আপনাদের স্বীকৃতির দিন। এই দিন আপনাদের জন্য বড়ই আনন্দের দিন, গৌরবের দিন। আপনাদের এই আনন্দ আজ আমাদেরকেও স্পর্শ করছে। আজ আপনারা যে এই স্বীকৃতি পাচ্ছেন, তা আপনাদের দীর্ঘদিনের পরিশ্রম ও অপেক্ষার ফল। সমাবর্তন যেকোনো স্নাতকের জীবনে একটি স্মরণীয় অধ্যায় তৈরি করে দেয়। এই অধ্যায় তৈরি হবে নানা ঘটনা ও মুহূর্তের সমন্বয়ে। আমরা এই অধ্যায়ের অংশ হিসেবে এখানে জড়ো হয়েছি। আমাদের সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ যে মুখরিত হয়ে উঠেছে, তা শুধু আপনাদের জন্য নয়, আমাদের জন্যও স্মরণীয় হয়ে থাকবে বলে আমি মনে করি।'

তিনি বলেন, 'আপনারা ভাগ্যবান যে, মহান স্বাধীনতার মাসে আমাদের এই সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। স্বাধীনতা কথাটির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে আমাদের বাঙালির জীবন চেতনা। স্বাধীনতার চেতনা, আজ আমাদের অস্তিত্বের সমার্থক। যে জীবনে স্বাধীনতা নেই, সেই জীবন অর্থহীন। আজকের এ সমাবেশে আমি খুঁজে পাচ্ছি স্বাধীনতার সেই অমলিন প্রতিচ্ছবি।'

সমাবর্তন বক্তা অধ্যাপক ড. শরীফ এনামুল কবির বলেন, 'বিশ্ববিদ্যালয় হচ্ছে সমাজের বিভিন্ন স্তর থেকে আগত উচ্চশিক্ষায় উৎসাহী ছাত্র-ছাত্রীদের জন্য সব ধরনের জ্ঞানচর্চার উন্মুক্ত ক্ষেত্র। মনের বদ্ধ দুয়ার খুলে বিশ্বকে জানার, গবেষণা ও উদ্ভাবনের সম্ভাবনার আলো দেখানোর প্রকৃত জায়গা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়। সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয় শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে অর্জিত ডিগ্রিকে। আজ যারা এই ৩য় সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত, তাদের জন্য এই অনুষ্ঠান অত্যন্ত মূল্যবান, অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

গ্র্যাজুয়েটদের এই সাফল্যকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, 'তরুণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সিলেটে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই বিশ্ববিদ্যালয় আজ ধীরে ধীরে সাফল্যের সিঁড়ি বেয়ে ১৮ বছরে পদার্পণ করেছে। সাফল্যের পথচলার প্রতিফলন আজকের এই ৩য় সমাবর্তন। আমার বিশ্বাস এই বিশ্ববিদ্যালয় থেকে যে জ্ঞান, দক্ষতা, দূরদর্শিতা ও মূল্যবোধ তোমরা অর্জন করেছ তা পারিবারিক ও সামাজিক, সর্বোপরি কর্মজীবনের পাথেয় হয়ে থাকবে।'

এতে আরও বক্তব্য রাখেন- লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এবং লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

সমাবর্তন মার্শাল হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্টার মেজর (অবসরপ্রাপ্ত) মো. শাহ আলম, পিএসসি। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক তাহরিমা চৌধুরী জান্নাত।

এরপর বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’। তাছাড়াও ছিল ময়মনসিংহের লোকগীতি এবং লিডিং ইউনিভার্সিটির নিজস্ব ব্যান্ড অরফিয়াস এবং ব্যান্ড কমিউনিটির পরিবেশনা।

এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড