• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবিতে প্রজেক্ট প্রপোজাল ফর রিসার্চ মনোগ্রাফ শীর্ষক সেমিনার

  বেরোবি প্রতিনিধি

২২ মার্চ ২০১৯, ১৪:৪৭
সেমিনার
রিসার্চ মনোগ্রাফ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন অতিথি (ছবি : সংগৃহীত)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রজেক্ট প্রপোজাল ফর রিসার্চ মনোগ্রাফ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটি, অক্সফাম ও পল্লীশ্রী’র যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

সেমিনারে অংশগ্রহণকারীরা (ছবি : সংগৃহীত)

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, প্রভাষক রহমতুল্লাহ, অক্সফাম এর আইসিটি ও ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর তাপস রঞ্জন চক্রবর্তী।

এর আগে প্রজেক্ট প্রপোজাল উপস্থাপন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ বর্ষের সাত শিক্ষার্থী। তারা হলেন- অনিক তালুকদার, আফরোজ জান্নাত, জসিম উদ্দিন, ময়না আক্তার, মুন্নি আক্তার, সাজ্জাদ হোসেন ও আবু বকর সিদ্দিক।

পরে, রিসার্চ কার্য সম্পাদনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ।

এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড