• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিরাপদ সড়কের দাবিতে ববি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  ববি প্রতিনিধি

২১ মার্চ ২০১৯, ২০:০৫
ববি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে দ্বিতীয় দিনের মতো বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নানা স্লোগানে রাস্তায় সমবেত হয়। ‘ইউ ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে ফেটে পড়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় প্রায় ২০ মিনিট ধরে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

অবরোধ কর্মসূচি শেষে সমাপনী বক্তাব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. লোকমান হোসাইন। তিনি বলেন, ‘নিরাপদ সড়ক আমাদের স্বপ্ন না এটা আমাদের অধিকার।’ এ সময় তিনি আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

উল্লেখ্য, গেলো মঙ্গলবারও একই দাবিতে বিক্ষোভ মিছিল করে ববি শিক্ষার্থীরা।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড