• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিরাপদ সড়কের দাবিতে রাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  রাবি প্রতিনিধি

২১ মার্চ ২০১৯, ১৯:১৬
রাবি
রাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ (ছবি : দৈনিক অধিকার)

নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ মার্চ) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরি নিহতের সঙ্গে জড়িত বাস চালক ও বাস কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বুধবারও (২০ মার্চ) একই দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মার্চ) সকালে রাজধানীর নর্দ্দা এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত পরিবহনের একটি বাস চাপায় নিহত হন আবরার আহমেদ চৌধুরী। এরপর থেকে সারা দেশের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল করে আসছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড