• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাকসু নির্বাচনের জন্য ৫ সদস্যবিশিষ্ট নীতিমালা রিভিউ কমিটি গঠন

  চবি প্রতিনিধি

২১ মার্চ ২০১৯, ১৪:০৯
চবি
প্রেস ব্রিফিংয়ে করছেন চবি উপাচার্য (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট নীতিমালা রিভিউ কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে এ কমিটি ঘোষণা করেন।

বিজ্ঞান অনুষদ ডিন অধ্যাপক ড. শফিউল আলমকে প্রধান করে এ কমিটি গঠিত হয়। সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার মো. ইউসুফ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আইন অনুষদ ডিন অধ্যাপক এবিএম আবু নোমান, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমীর মুহাম্মদ নসরুল্লাহ।

উপাচার্য বলেন, চাকসু নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি সেজন্য আজ ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছি। এই কমিটি সদ্য অনুষ্ঠিত হওয়া ডাকসুসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নীতিমালা তৈরি করবে।

কখন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করব।

উল্লেখ্য, বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষদের সঙ্গে এক মিটিংয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠানের নীতিগত সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড