• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবরার হত্যাকারীদের বিচারের দাবিতে হাজী দানেশে মানববন্ধন

  হাবিপ্রবি প্রতিনিধি

২১ মার্চ ২০১৯, ১৩:৫৫
হাবিপ্রবি
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ (ছবি : দৈনিক অধিকার)

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার আহমেদের হত্যাকারীদের বিচারের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে দিনাজপুর-রংপুর সড়কে এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১ম বর্ষের ছাত্র আবরার আহমেদ চৌধুরীর নিহতের ঘটনায় বাস চালকের বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ইয়েলো ল্যাম্প (হলুদ বাতি)।

সংগঠনটির আহ্বায়ক বাবরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- মুনমুন, আতিকুজ্জামান, রুবেল, মুশফিক, আবু তালহা প্রমুখ।

মানববন্ধনে ‘নিজে সচেতন হই-অন্যকে সচেতন করি’, ‘উই ওয়ান্ট জাস্টিস (আমরা ন্যায়বিচার চাই)’, ‘দক্ষ এবং প্রশিক্ষিত চালক চাই’, ‘আর কত আবরার চলে গেলে আমরা ক্ষান্ত হব?, ‘নো মোর এক্সিডেন্ট (আর দুর্ঘটনা নয়)’, ‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’, ‘সচেতন জনতা-নিরাপদ রাস্তা’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। ৪০ মিনিটব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড