• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফাদার বেঞ্জামিন আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্ট শুরু

  ক্যাম্পাস ডেস্ক

২১ মার্চ ২০১৯, ১৩:২৯
নটর ডেম
বাস্কেটবল টুর্নামেন্ট-২০১৯ (ছবি : সংগৃহীত)

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে চার দিনব্যাপী ফাদার বেঞ্জামিন আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্ট-২০১৯ শুরু হয়েছে। বুধবার (২০ মার্চ) নটর ডেমের বাস্কেটবল গ্রাউন্ডে এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফাদার আদম এস, পেরেরা, সিএসসি।

এছাড়া, উপস্থিত ছিলেন- ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি, উপাচার্য, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ফাদার টম ম্যাকডরমেট, সিএসসি, ডিরেক্টর, ইংরেজি ল্যাংগুংয়েজ সেন্টার, ব্রাদার লিও পেরেরা, সিএসসি, ডেপুটি এক্সাম কন্ট্রোলার, ফাদার এডমন্ড ক্রুশ, সিএসসি, ডিরেক্টর অব মেইনটেনেন্স, সিস্টার সাগরিকা গমেজ, সিএসসি, স্টুডেন্ট অ্যাফেয়ার্স, ফাদার পাস্কাল সরকার, সিএসসি, অ্যাসিস্টেন্ট টু রেজিস্ট্রার, মি. রেজওয়ান শিহাব, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ ও মুস্তাকিমুর রহমান, প্রভাষক, আইন বিভাগ।

নটর ডেম

উদ্বোধনী অনুষ্ঠানে ফাদার আদম বলেন, বাস্কেটবল বিদেশে একটি জনপ্রিয় খেলা। বাংলাদেশে এ খেলার জনপ্রিয়তা বাড়ানো ও ফাদার বেঞ্জামিন কস্তা, সিএসসি এর স্মৃতি ধরে রাখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাস্কেটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রেজিস্ট্রার ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইংরেজি ল্যাংগুয়েজ ক্লাবের ডিরেক্টর বক্তব্য প্রদান করেন। দিনের প্রথম খেলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ৪২-৪০ পয়েন্টের ব্যবধানে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিকে পরাজিত করে। দিনের অপর খেলায় গতবারের চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ৭৭-২৫ পয়েন্টের ব্যবধানে ব্রাক বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে এবং দিনের শেষ ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৫৮-২৯ পয়েন্টে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি দলকে পরাজিত করে।

নটর ডেম

এ দিকে, আজ দুপুর ১টায় ইসলামী বিশ্ববিদ্যালয় বনাম ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, দুপুর ২টা ৩০ মিনিটে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বনাম ঢাকা বিশ্ববিদ্যালয়, দুপুর ৩টা ৩০ মিনিটে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বনাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এবং বিকাল ৪টা ৩০ মিনিটে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বনাম ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের খেলা অনুষ্ঠিত হবে।

নটর ডেম

প্রসঙ্গত, ফাদার বেঞ্জামিন আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্ট ২০১৯ এ দেশের খ্যাতনামা সর্বমোট ১১টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। দলগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্রাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, , ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ও নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড