• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেমুরবিপ্রবির ৮ শিক্ষার্থীকে সাড়ে ছয় লাখ টাকা অনুদান

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

১৯ মার্চ ২০১৯, ২১:৫৫
অনুদান
শিক্ষার্থীদের অনুদানের চেক প্রদান (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৮ শিক্ষার্থীকে চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছয় লক্ষ বায়ান্ন হাজার ছয়শত টাকা আর্থিক অনুদান দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খোন্দকার নাসিরউদ্দিন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ৮ শিক্ষার্থীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুদান প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো. রিপনকে ২,০০,০০০/- (দুই লক্ষ), ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলামকে ১,৯০,০০০/- (এক লক্ষ নব্বই হাজার), রসায়ন বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলামকে ১,০০,০০০/- (এক লক্ষ), মনোবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী তুজান তানভীর ৫০,০০০/- (পঞ্চাশ হাজার), সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো. সাইফুল ইসলামকে ৪০,০০০/- (চল্লিশ হাজার), কৃষি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদকে ৩০,০০০/- (ত্রিশ হাজার), আইন বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মো. আ. রহিম বাদশাকে ১২,০০০/- (বারো হাজার), এসিসিই বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান ১০,৬০০/- (দশ হাজার ছয়শত)। এছাড়া কর্মচারী পলি খানমকে ২০,০০০/- (বিশ হাজার) টাকার চেক প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম.এ. ছাত্তার, লাইভ স্টক অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক ড. গোলাম শাহী আলম, আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ, ইটিই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস.এম এস্কান্দার আলী, পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম গোলাম হায়দারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ।

এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড