• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

জবির ম্যানেজমেন্ট ক্লাবের সদস্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন

  অধিকার ডেস্ক

১৯ মার্চ ২০১৯, ২১:৩৩
সদস্য নিয়োগ
সদস্য নিয়োগে ভাইভা কার্যক্রম (ছবি : সংগৃহীত)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ম্যানেজমেন্ট ক্লাবের সদস্য নিয়োগ প্রক্রিয়া- ২০১৯ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার নিয়ে সরাসরি কাজ করে এমন ক্লাবগুলোর মধ্যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ক্লাব অন্যতম।

ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন জানান, 'এই বছর আমাদের জন্য বিষয়টা খুবই চ্যালেঞ্জিং ছিলো। কারণ যত দিন যাচ্ছে, ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার নিয়ে আগ্রহ বাড়ছে আর তাই ভাইবা দেয়ার জন্য বিপুল সংখ্যক ছেলে মেয়ে এবার অংশগ্রহণ করেন।'

ক্লাবের মডারেটর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান বলেন, 'ছাত্র-ছাত্রীদের বিপুল অংশগ্রহণে আমরা ব্যাপক উৎফুল্ল। সবার কাছে আশা থাকবে যাতে তোমরা একটা সুষ্ঠু গাইডলাইন নিয়ে নিজের ক্যারিয়ার সঠিকভাবে গোছাতে পারো এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারো।'

প্রতি বছর ম্যানেজমেন্ট ক্লাব বিভিন্ন ট্রেনিং সেশন, ওয়ার্কশপ, সেমিনার, জব ফেয়ারের আয়োজন করে থাকে।

এ ব্যাপারে ম্যানেজমেন্ট ক্লাবের প্রেসিডেন্ট মাইনুল হোসেন বলেন, 'আমরা এখন ট্রেনিং প্রোগ্রামগুলোতে বেশি বেশী নজর দেয়ার চেষ্টা করবো যাতে ছাত্র-ছাত্রীরা পর্যাপ্ত দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করতে পারে।'

২০১৯ সালে ম্যানেজমেন্ট ক্লাব নতুন প্রত্যয় নিয়ে কাজ করছে এবং এই বিশেষ উদ্যোগ ছাত্র-ছাত্রীদের চাকরির বাজার সম্পর্কে, প্রতিষ্ঠানগুলোর পরিবেশ সম্পর্কে জ্ঞান বাড়াতে, প্রফেশনাল হতে এবং নিজেদের দক্ষতা উন্নয়নে সাহায্য করবে।

এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড