• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চবিতে শুরু হয়েছে দেশের ক্যাম্পাস সাংবাদিকদের সবচেয়ে বড় আসর

  চবি প্রতিনিধি

১৮ মার্চ ২০১৯, ১২:০১
আনন্দ শোভাযাত্রা
ন্যাশনাল জার্নালিজম ফেস্ট উপলক্ষে আনন্দ শোভাযাত্রা (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) আয়োজনে বসেছে বাংলাদেশের ক্যাম্পাস সাংবাদিকদের সবচেয়ে বড় আসর ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-১৯’।

সোমবার (১৮ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা দিয়ে শুরু হয় এর কার্যক্রম। পরে ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।

চবি

জাতীয় সংগীত পরিবেশন (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ বাইজিদ ইমনের সভাপতিত্বে এবং সমিতির প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক জোবায়ের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ইতোমধ্যে যোগ দিয়েছেন দুই দিনব্যাপী এই আয়োজনের প্রধান অতিথি চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

চবি

ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা (ছবি : দৈনিক অধিকার)

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন গাজী টিভি ও সারাবাংলা ডট নেটের এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা। আরও উপস্থিত আছেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আলী আজগর চৌধুরী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ. কে. এম নুর আহমেদ।

চবি

ক্যাম্পাস সাংবাদিকদের আনন্দের একটুখানি স্মৃতি ফ্রেমবন্দি রাখার চেষ্টা (ছবি : দৈনিক অধিকার)

উল্লেখ্য, এ আয়োজনে দেশের ২৩টি বিশ্ববিদ্যালয়ের ২৭টি সাংবাদিক সংগঠনের প্রায় ২৫০-এর বেশি ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ যোগ দিয়েছেন। যা আগামী ২ দিন চলবে। ২য় দিনের কার্যক্রম কক্সবাজারে হওয়ার কথা রয়েছে।

আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড