• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবিতে ছিনতাইয়ের অভিযোগ

  রাবি প্রতিনিধি

১৮ মার্চ ২০১৯, ০৮:০৫
রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৭ মার্চ) রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ভুক্তভোগী ববিতা রানী মাহতো বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী জানান, সে ও তার বান্ধবী বিনোদপুর থেকে রিকশায় ক্যাম্পাসে ফিরছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছাতেই পেছনে থেকে মোটরসাইকেলে আরোহী তিন যুবক তার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত কাজলার দিকে চলে যায়। তবে অন্ধাকার থাকায় তাদের কাউকে চিনতে পারেননি।

তিনি বলেন, আমার ব্যাগের মধ্যে আইডি কার্ড, প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ১৮০০ টাকা এবং একটি স্মাটফোন ছিল।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ছিনতাইয়ের ঘটনা শুনেছি। তাদেরকে থানায় জিডি করতে বলেছি।

মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের বলেন, এই ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নম্বর ৬৭৮।

আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড