• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কিত প্রাধিকারের জনসচেতনতামূলক ক্যাম্পেইন

  সিকৃবি প্রতিনিধি

১৭ মার্চ ২০১৯, ০৯:০৭
সিকৃবি
প্রাধিকারের জনসচেতনতামূলক ক্যাম্পেইন (ছবি : সংগৃহীত)

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রাণি অধিকার ও জীব বৈচিত্র্য নিয়ে কাজ করা সংগঠন প্রাধিকারের মার্চ মাসের স্কুল ভিত্তিক জনসচেতনতামূলক ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। ১৬ মার্চ (শনিবার) সিলেট নগরীর পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে প্রাধিকার তাদের এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাধিকারের সাধারণ সম্পাদক মহিউদ্দীন হায়দার রিফাত। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনটির যুগ্ম সম্পাদক মাহদী রাহি।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদেরকে প্রাধিকারের কার্যক্রম, প্রাণি অধিকার ও জীববৈচিত্র সংরক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং পরিবেশের ওপর প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর প্রভাবের ব্যাপারে সচেতনতামূলক আলোচনা করা হয়।

এরপর শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড