• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাকৃবির পশুপালন অনুষদের বক্তব্য

গেট নির্মাণে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বাড়বে

  বাকৃবি প্রতিনিধি

১৫ মার্চ ২০১৯, ১৬:৪৩
গেট
পশুপালন অনুষদের প্রস্তাবিত গেট (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের গেট নির্মাণ বিতর্কে কথা বলেছেন ওই অনুষদীয় শিক্ষকবৃন্দ। শিক্ষকদের দাবি গেট নির্মাণ নিয়ে যে অভিযোগগুলো এসেছে তা সঠিক নয়। এই গেট নির্মাণের ফলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সৌন্দর্য বৃদ্ধি পাবে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে কামাল রঞ্জিত (কে. আর) মার্কেট সংলগ্ন অনুষদীয় গেট নির্মাণের কাজ শুরু করে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদ। তখন অপরিকল্পিতভাবে জনসাধারণের চলাচলের পথে গেটটি নির্মাণ হচ্ছে বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ।

অভিযোগের বিষয়ে পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং অনুষদের গেট নির্মাণের সম্ভাব্যতা যাচাই এবং বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খান বলেন, 'বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুমোদিত দুটি তদারকি কমিটির নিয়ম মেনেই গেট নির্মাণের কাজ শুরু করা হয়েছে। কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ আপত্তি করলে দীর্ঘদিন কাজ বন্ধ থাকে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উভয় অনুষদের সাথে আলোচনায় বসে সমঝোতার ভিত্তিতে গত ১৯ জুলাই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।'

কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভ্রান্তিমূলক বক্তব্য প্রসঙ্গে বলেন, 'এটি একটি তোরণ সদৃশ গেট। সর্বসাধারণের চলাচলে কোনো বাধা সৃষ্টি করবে না। বাজার কমিটির সাথেও কথা বলা হয়েছে। অভিজ্ঞ আর্কিটেক্টের মাধ্যমে পারিপার্শ্বিক সৌন্দর্য বৃদ্ধি করা হবে।'

কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট ও অস্থিতিশীল করতে এবং অনুষদের মধ্যেই তাদের নিজেদের অন্তর্দ্বন্দ্বের কারণেই এমনটি করছে বলে মনে করেন পশুপালন অনুষদের শিক্ষকবৃন্দ।

অভিযোগের বিষয়ে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আবদুস সবুর বলেন, 'এটি একটি উন্মুক্ত জায়গা, সাধারণ চলাচলের জায়গায় গেট করার কোন প্রয়োজনীয়তা নেই, এটা একটা অপচয়। গাছ কেটে পরিবেশ নষ্ট হবে। বিশ্ববিদ্যালয়ে একটিই গেট থাকবে প্রতিটি অনুষদের সামনে গেটের প্রয়োজন নেই। আমরা পাশের অনুষদ বিধায় আমরা প্রতিবাদ করছি। আমরা নিজেদের কোন সুবিধার জন্য প্রতিবাদ করছি না এটা সামগ্রিক বিশ্ববিদ্যালয়ের জন্যই করছি। সমঝোতার বিষয়ে তারা কোন লিখিত অভিযোগ দেখাতে পারে নি। এছাড়া আমাদের নিজেদের মধ্যে কোন দ্বন্ধ নেই, আমরা সবাই এক।'

এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড