• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনিমেল হাজবেন্ড্রি ডে পালিত

  পবিপ্রবি প্রতিনিধি

১৫ মার্চ ২০১৯, ১৩:৩৭
র‍্যালি
এনিমেল হাজবেন্ড্রি ডে উপলক্ষে র‍্যালি (ছবি : দৈনিক অধিকার)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে এনিমেল হাজবেন্ড্রি ডে ২০১৯ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে এনিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মামুন অর রশিদ। পরে শিক্ষক-শিক্ষার্থীরা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ছাড়াও উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে অডিটোরিয়ামে এনিমেল হাজবেন্ড্রি ফর সেফ এনিমেল ফুডস শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। এ সময় আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. ফয়সল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক ডিন অধ্যাপক ড. আব্দুল মতিন, সাবেক জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একরামুল করিম চৌধুরী, পবিপ্রবির সহযোগী অধ্যাপক শাহবুবুল আলম খোকন, ড. স্বপন কুমার ফৌজদার, ড. ফকরুজ্জামান রবীন, ড. কাওসার নিয়াজ বিন সুফিয়ান, বাবুগঞ্জ শিক্ষা-সামাজিক উন্নয়ন বাস্তবায়ন পরিষদের আহবায়ক মফিজুর রহমান পিন্টু, সংগঠনের সদস্য সচিব প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, এনিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের ভিপি সুশংকর দে, জিএস মারুফ বিল্লাহ, সাবেক ভিপি আবিদ মাহমুদ, এনিমেল হাজবেন্ড্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কাইয়ুম হোসেন নিবিড়, সম্পাদক রাজু আহমেদ, ছাত্রলীগ সম্পাদক রাকিবুল ইসলাম, বিসিএমজে হল ছাত্রলীগ সম্পাদক তখলিফুল মিয়াদ মুঈন, শিক্ষার্থী রুবাবা আলম, আশিকুজ্জামান আশিক প্রমুখ।

সেমিনারে গবাদি পশুপাখির প্রজনন বৃদ্ধিসহ দুধ-ডিমের উৎপাদন বাড়াতে উদ্ভাবিত বিভিন্ন উন্নত প্রযুক্তির প্রদর্শনী ছাড়াও কৃতি শিক্ষার্থী সানজিদা মুনমুন, আফসানা আক্তার, খাজিদা পারভীন ও প্রাক্তন শিক্ষার্থী রাজু আহমেদকে ক্রেস্ট প্রদান করা হয়।

সন্ধ্যায় পবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘বায়োস্কোপ’ দলের পরিবেশনায় বর্ণিল এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড