• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পাইয়ের মান লিখে দীর্ঘ রোড পেইন্টিং

  শাবিপ্রবি প্রতিনিধি

১৫ মার্চ ২০১৯, ১২:৫৬
পাই দিবস
পাইয়ের মান লিখতে ব্যস্ত শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) 'বিশ্ব পাই দিবস' উপলক্ষে পাই মানের প্রায় সাড়ে ৩ হাজার ডিজিটের রোড পেইন্টিং করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পর্যন্ত এই রোড পেইন্টিং করা হবে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে পাইয়ের মান দিয়ে এই রোড পেইন্টিং শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হল পর্যন্ত এই রোড পেইন্টিং করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যা ইউটার্ন করে আবার মূল ফটকে ফিরে আসবে।

এ দিকে পেইন্টিংয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে, বিশেষ করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এই পেইন্টিংয়ে অংশ নিয়েছে। আগামী ১৭ মার্চ পর্যন্ত এই পেইন্টিং চলবে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বিশিষ্ট কথা সাহিত্যিক ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এই পেইন্টিং পরিদর্শন করেছেন।

পাইয়ের মান (ছবি : দৈনিক অধিকার)

এ দিকে পাই মানের ইনফিনিটি সংখ্যা নিয়ে এই রোড পেইন্টিং বিশ্বের সর্ববৃহৎ রোড পেইন্টিং হবে বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভিত্তিক সংগঠন সাস্ট সায়েন্স অ্যারেনার সভাপতি সাকিব নাঈম দীপ্ত।

এর আগে ১৪ মার্চ সকালে বিশ্ব পাই দিবস উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের উদ্যোগে শিক্ষা ভবন-সি এর সামনে থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গণিত সমিতি উদ্যোগে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরী, অধ্যাপক ড. সাজেদুল করিম, অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, প্রভাষক এস এম সাইদুর রহমান ও প্রভাষক দীপক দেব প্রমুখ।

পাই দিবস উপলক্ষে র‍্যালি (ছবি : দৈনিক অধিকার)

উল্লেখ্য, এ রোড পেইন্টিংয়ের উদ্যোগ গ্রহণ করেছে বিজ্ঞান ভিত্তিক সংগঠন 'সাস্ট সাইন্স অ্যারেনা'। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করছে। রোড পেইন্টিংয়ে রং দিয়ে স্পন্সর করেছে বার্জার পেইন্টস।

এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড