• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

গণ বিশ্ববিদ্যালয়ে নারী স্বাস্থ্য বিষয়ক সেমিনার

  গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

১৪ মার্চ ২০১৯, ১৮:৩৬
সেমিনার
গণ বিশ্ববিদ্যালয়ে নারী স্বাস্থ্য সচেতনতায় নারী স্বাস্থ্য বিষয়ক সেমিনার (ছবি : দৈনিক অধিকার)

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে নারী স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে নারী স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমীক ভবনের ৪১৭ নং কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

দুই ঘণ্টা ব্যাপী নারী স্বাস্থ্যের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন অনুষ্ঠানের প্রধান আলোচক সেন্টার ফর হিউম্যান নিউট্রেশন অব ইন্টারনেশনাল হেল্থের সিনিয়র এসোসিয়েট ডা. হালিদা হানুম আক্তার।

সেমিনারের শুরুতে শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য তিনি বাস্তব কিছু তথ্য উপস্থাপন করেন। এর পরে তিনি স্লাইড উপস্থাপনের মাধ্যমে পরিবার পরিকল্পনা, গর্ভকালীন জটিলতা, অপ্রাপ্ত বয়ষ্ক বয়সে সন্তান জন্ম নিলে কি ধরনের সমস্যা হয়, নারী স্বাস্থ্য ফিটনেস, নারী বৈষম্য, মাতৃ মৃত্যুর হার এবং কিভাবে সচেতন হলে কি নিয়ম অনুসরণ করলে নারী স্বাস্থ্য এবং সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠা হবে তা তিনি আলোচনা করেন।

তিনি তার বক্তব্য কিভাবে মেয়ে সন্তান জন্মের পর থেকে অবহেলার শিকার হয় তা স্পষ্ট ভাবে তুলে ধরেন।

এ সময় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ফরিদা আদিব খানম, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শাকিল মাহমুদ, ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. বিশ্বজিৎ কুমার, ফিজিওথেরাপি বিভাগের ডা. কামরুন্নাহার অনু, ডা. শারমিন আদিব প্রমুখসহ বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড