• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষার্থীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ইবি কর্মকর্তা বহিষ্কার

  ইবি প্রতিনিধি

১৩ মার্চ ২০১৯, ২২:১৩
ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের শাখা কর্মকর্তা মো. মোক্তার হোসেনকে উৎকোচ গ্রহণের অভিযোগে শাখা কর্মকর্তা পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নেয়ামুল কবির মাস্টার্সের নম্বরপত্র উত্তোলন করতে গেলে তার কাছ থেকে মোক্তার হোসেন উৎকোচ গ্রহণ করে।

এ বিষয়টি প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় মোক্তার হোসেনকে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৩ (ডি) ধারার অপরাধ সংঘটনের জন্য শাখা কর্মকর্তা পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন পেশ করার জন্য ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মেহের আলীকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন উর রশিদ আসকারী।

কমিটিতে সদস্য হিসেবে আছেন প্রক্টর ও সদস্য সচিব হিসেবে আছেন পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিস্ট্রার (স্টোর) মো. আহসানুল হক।

তদন্ত কমিটিকে আগামী সাত (৭) কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড