• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডাকসু নির্বাচনে অনিয়মের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

  জাবি প্রতিনিধি

১১ মার্চ ২০১৯, ২১:৪২
বিক্ষোভ
জাবিতে বিভিন্ন ছাত্র সংগঠনের বিক্ষোভ (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট ডাকাতি ও অনিয়মের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ কর্মসূচি পালন করেছে প্রগতিশীল ছাত্রজোট, সাংস্কৃতিক জোট ও কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নতুন কলা ভবন, নতুন রেজিস্ট্রার ভবন ও মেয়েদের হল প্রদক্ষিণ করে অমর একুশ ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মাহাথির মুহাম্মদ (মার্কসবাদী) বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে আমাদের দেশের ইতিহাসে এর আগেও এই ন্যক্কারজনক ঘটনা একটা সংগঠন ঘটিয়েছিল ১৯৭৩ সালে। সেটি বাংলাদেশ ছাত্রলীগ ঘটিয়েছিল। সেবার শুধুমাত্র ছাত্রলীগের গুণ্ডারাই করেছিল, আর আজকে আমরা দেখলাম যে হলের প্রাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাঁরা এই ভোট চুরির যে প্রক্রিয়া এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। দেশের শিক্ষক সমাজ দেশের শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুর মুখে কালিমা লেপন করেছে।’

এতে কোটা সংস্কার আন্দোলনের মুখপাত্র শাকিল উজ্জামান বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সোনার বাংলার জন্ম। ন্যায্য অধিকার ও কথা বলার যে প্লাটফর্ম সে নির্বাচন আজ প্রশ্নবিদ্ধ। আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে এই নির্বাচনে অনেক কারচুপি হয়েছে। একটি ছাত্র সংগঠন এই নির্বাচনে কারচুপি করেছে তা নয় তাদের সাথে তাদের শিক্ষকরাও জড়িত ছিল। যে শিক্ষকদের আমরা জাতির বিবেক ভাবি, এটা একটি দেশের জন্য হুমকি স্বরূপ।’

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, ‘আগের রাতেই ব্যালট সিল মারা, বিভিন্ন প্রার্থীদের উপর হামলা, হলের প্রভোস্ট-প্রক্টর-উপাচার্য-দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ ভোট কারচুপি ও অ-গণতান্ত্রিক সিদ্ধান্ত প্রমাণ করে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বায়ত্তশাসন বিক্রি করে দিয়েছে বিশেষ একটি পক্ষের কাছে। ডাকসু নির্বাচনের ইতিহাসে আজকের মতো কোন বাজে নজির নেই। ইতোমধ্যে একটি সংগঠন ব্যতীত সবাই ডাকাতির ভোট বর্জন করেছে।’

বিক্ষোভ মিছিলে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড