• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডুয়েটে বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সংগঠনের নবীনবরণ ও বিদায়

  ডুয়েট প্রতিনিধি

০৯ মার্চ ২০১৯, ১১:২২
ডুয়েট
নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান (ছবি : দৈনিক অধিকার)

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অধ্যায়নরত শিক্ষার্থীদের সর্ববৃহৎ ছাত্র সংগঠনের নেতৃত্বে ‘নির্মল, প্রতিবাদে সোচ্চার ও ভ্রাতৃত্বে সবার’ এই স্লোগানের ধারক ও বাহক বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সংগঠন চন্দ্রদীপের নতুন কমিটির নবীনবরণ ও পুরাতন কমিটির বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) বিকাল ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় সংলগ্ন থানা কাউন্সিলের মিলায়তনের নিচতলায় অনুষ্ঠানে নবীন কমিটিকে ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চন্দ্রদীপের সাধারণ সম্পাদক সামীম হোসেন।

আরও পড়ুন : ৭ মার্চ উপলক্ষে রাবিতে আনন্দ শোভাযাত্রা

এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিল্পপতি আলহাজ্জ্ব কে এফ এম রাজীবুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মিসেস রেবেকা সুলতানা এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মো. কামরুজ্জামানসহ আরও অনেকে।

পরে অনুষ্ঠানে বর্তমান কমিটির দায়িত্ব পালনের জন্য সভাপতি মো. আলী কারিমুল্লাহ ও সাধারণ সম্পাদক মো. শামীম হোসেনকে মনোনিত করা হয়। সবশেষে উপস্থিত অতিথি ও শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড