• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জকসুর দাবিতে শিক্ষার্থীদের উন্মুক্ত আলোচনা

  জবি প্রতিনিধি

০৪ মার্চ ২০১৯, ২২:৩৭
আলোচনা
জকসু নির্বাচনের দাবিতে উন্মুক্ত আলোচনা (ছবি : সংগৃহীত)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) এর দাবিতে এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) বেলা ১২টায় অর্থনীতি বিভাগের মিলনায়তনে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

জবি টিএসসি ও হল আন্দোলনের অন্যতম নেতা রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠন অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জবি শাখার সভাপতি মুন্না, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও ছাত্রনেতা কামরুল ইসলাম ইমরান, বাংলা বিভাগের শিক্ষার্থী ও কবি খবির উদ্দিন লানচু, লোক প্রশাসন বিভাগের ভ.ই. মাও. সৈকত, দর্শন বিভাগের নাহিদ ফারজানা মীমসহ আরও অনেকে।

আলোচনায় বক্তারা বলেন, 'বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত ও গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে অবিলম্বে 'ছাত্র সংসদ' দিতে হবে।

ছাত্রনেতা রুহুল আমিন বলেন, 'বিশ্ববিদ্যালয়কে পরিপূর্ণ করতে এবং নেতৃত্ব সৃষ্টিতে ছাত্র সংসদের বিকল্প নেই।'

তিনি আরও বলেন, 'আগামীকাল শিক্ষার্থীদের সাথে নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হবে এবং প্রশাসনকে অবশ্যই জকসু নীতিমালা প্রণয়ন করতে হবে, অন্যথায় শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।'

এ সময় বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আলোচনায় অংশগ্রহণ করে এবং জকসুর দাবি জানায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড