• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চবিতে দুই হলে রাতভর তল্লাশিতে বহিরাগত তরুণীসহ আটক ১৮

  ক্যাম্পাস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৭
চবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল ও সোহরাওয়ার্দী হলে রাতভর অভিযান চালিয়ে বহিরাগত তরুণীসহ ১৮ জন ছাত্রলীগ কর্মী আটক করেছে পুলিশ। এ সময় একটি আগ্নেয়াস্ত্রসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত এ তল্লাশি অভিযান চালানো হয়।

আটকের সময় কক্ষটি বাইরে থেকে তালা লাগানো ছিল এবং আটক হওয়া তরুণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী।

আটককৃতদের মধ্যে, ২ জন বিজয়, ১ জন সিএফসি, ২ জন ভিএক্স আর একজন বহিরাগত মেয়ে আর বাকি ১২ জন সিক্সটি নাইন।

হল তল্লাশি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী জানান, ‘পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি হলে তল্লাশি চালিয়েছে। এ সময় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। অস্ত্রও পাওয়া গেছে।’

উল্লেখ্য, গেল দুই দিন ধরে চবিতে ছাত্রলীগের এসব গ্রুপের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা চলছিল। এসব ঘটনায় ৯ জন আহত হওয়ার খবরের পর রাতেই এ অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড