• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

র‌্যাগিং একটি জঘন্য অপরাধ : ডা. এনামুর রহমান

  জাবি প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫১
জাবি
র‌্যাগিং সচেতনতা বাড়াতে বর্ণাঢ্য র‌্যালি (ছবি : দৈনিক অধিকার)

র‌্যাগিং একটি জঘন্য অপরাধ এবং এটি শিক্ষার্থীদের মনন বিকাশে বাধা দেয়। শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে এটি প্রতিরোধ সম্ভব বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এম.পি।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বন্ধে সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য র‌্যালিতে তিনি এ কথা বলেন।

তিনি তার বক্তব্যে আরও বলেন, ‘র‌্যাগিং বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছেন তা প্রশংসার দাবি রাখে। প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীদের সচেতন হতে হবে এবং তাদের এই অপরাধ থেকে বের হয়ে আসতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তার বক্তব্যে বলেন, ‘র‌্যাগিং নির্মূলে ইতঃপূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। র‌্যাগিংয়ের বিষয়ে প্রমাণ পেলেই বহিষ্কার করা হবে। র‌্যাগ দিয়ে নয় বরং ভালোবাসা ও স্নেহ দিয়ে জুনিয়রদের আপন করে নিতে হবে।’

আরও পড়ুন : আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব হলেন ইবি কর্মকর্তা

নতুন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘একটু সময় লাগলেও ক্যাম্পাস নিজে চিনবে, কোনো সিনিয়র ডাকলে তাদের সঙ্গে যাবে না, নিজে প্রতিবাদ করবে, র‌্যাগিংয়ের আলামত পেলে প্রশাসনকে জানাবে, পরিচিতদের সঙ্গে চলাফেরা করবে।’

র‌্যালিতে অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টরসহ প্রায় দুই হাজার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামীকাল সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশ থেকে একই বিষয়ে র‌্যালি অনুষ্ঠিত হবে। এ র‌্যালিতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক এম শাহ্ নওয়াজ আলী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড