• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাবি শিক্ষার্থী নিহত

  ক্যাম্পাস ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৫
ঢাবি
মো.কাওসার আহমেদ (ছবি : সংগৃহীত)

রাজধানীর চকবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. কাওসার আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, চকবাজার এলাকায় কাওসারের আল মদিনা মেডিকেল ও ডেন্টালে নামে একটি ফার্মেসির দোকান ছিল।

এ প্রসঙ্গে নিহতের বন্ধু মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থী শরীফুল আলম জানান, আমাদের মধ্যে কাওসার ছিল খুবই মেধাবী ও পরিশ্রমী। নিজের খরচ নিজেই বহন করত। সে জন্য ফার্মেসির দোকান দিয়েছিল। কাওসার মাদরাসায় পড়ত, কোরআনে হাফেজ ছিল। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সে মাঝেমধ্যে সূর্যসেন হলেও এসে থাকত। আবার বাসায়ও থাকত। ওষুধের দোকানটাও সেই চালাত। কাওসার বিবাহিত এবং দুই সন্তানের জনক। আবদুল্লাহ নামে একটি ছেলে এবং নুসাইবা নামে একটি মেয়ে আছে তার।

এ দিকে, কাওসারের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানায় এবং তারা সপরিবারে পুরান ঢাকায় থাকতেন বলে জানান তার ভাই ইলিয়াস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড